পোস্টগুলি

জুন, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুটুস!!

হাই!! আমি একজন মশা। আমার নাম মিস পিনপিন। আজ রাতে আমি মুবিনের বাসায় যাচ্ছি। লোকমুখে শুনেছি তার রক্ত নাকি বড়ই সুস্বাদু। একবার না খেলে জীবনই বৃথা। তাই ভাবলাম, একবার খেয়েই আসা যাক মুবিনের রক্ত! শুরুতেই এই ছেলেটার পরিচয় দিয়ে নেই। ইয়াআআআ মোটা একটা ছেলে। মানে, একটা ছেলে যতটুকু মোটা হলে তাকে দেখে রাস্তায় মেয়েরা খিল খিল করে হাসতে শুরু করে— ঠিক ততটুকুই মোটা! মুবিন থাকে জাপান গার্ডেন সিটিতে। আমি আমার ছোট বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে এসেছি। ও গত পরশু রাতেই মুবিনের রক্ত আস্বাদন করে এসেছে তার এক বান্ধবীকে নিয়ে। এখন দুই বান্ধবীই মুবিন বলতে অজ্ঞান! ছেলেটা নাকি পুরাই অস্থির। আমার তো একটু ভয়ই হচ্ছে, আমার ছোট বোনটা মুবিনের প্রেমে পড়ে গেল কিনা! ওর রুচি অবশ্য বরাবরই জঘন্য। যাই হোক, জাপান গার্ডেনের গেট দিয়ে ঢুকে আমি পুরাই থ! সারি সারি বাড়ি। ইঁটের পরে ইঁট, মাঝে মানুষ কীট। এখন মুবিনকে পাই ক্যামনে? এক গার্ড বসে ঝিমাচ্ছিল। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, excuse me , রক্তে ভরপুর মুবিন মোটকুর বাসা কোনটা, একটু দেখিয়ে দিবেন? গার্ড ব্যাটা বড় বেয়াদব! বাসা তো দেখিয়ে দিলই না, উলটা বলল, শালার মশা বহুত জ্বালায়! সারারাত ধ