আইজেএসও — ২
ভূমিকা বলতেসিল, ক্যাম্পটা শেষ না হলেও হত। আমিও ঠিক এই কথাটাই বলসিলাম মাসখানেক আগে, এইসবকিছুই তো চমৎকার, এসব যদি ঠিক এমনই থাকতো, ঠিক এভাবেই! কিন্তু সেটা আসলে হয় না, প্রথম ডিফারেন্সিয়াল কমতে কমতে শূন্য হয়ে যাওয়ার পর অবধারিতভাবেই ধাপাস করে নিচে পড়তে হয়, যতবার পথের পাঁচালী পড়ি, দুর্গাকে মরে যেতে হয়, যতবার স্পেস অডিটি শুনি, মেজর টমকে বিলীন হয়ে যেতে হয়, আর অমলকে বেঁচে থাকতে হয় ছাপাখানার অন্ধকারে, নিয়তি, হালকা নীল ফোঁটার মিলিয়ন বছরের খেলার এইসব অবধারিত নিয়তি। যাকগে, আমার পিচ্চিরা, আমার নার্ড পিচ্চিরা, অকারণেই হি হি করে হাসতে থাকা পিচ্চিরা, আইজেএসওর রঙ্গমঞ্চে আমার খেলাটুকু এখানেই শেষ। এবার দেখা যাক তোরা কী করিস। আর তোরা কিন্তু ইদানিং অনেক বাঁদর হইসিশ, সারাক্ষণ খালি হি হি। আমি মাইর দিবো সবাইকে। বেশি ঝাঁকালে এনট্রপি বেড়ে যাবে, মনে নাই? ঝাকানাকা কম। Oh, leaving on a jet plane, I really hate to let you go. #IJSO2015