আইজেএসও — ১
আমি ধুলায় বসে খেলেছিলেম তোমার দ্বারে।
পিচ্চিরা চোখ বড় বড় করে শুনছে, আর ইবরাহিম ভাইয়া ব্যাপক উৎসাহের সাথে লেকচার দিচ্ছে। শাফিন ভাইয়া মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে। খালিদ ভাইয়া কাগজপাতি নিয়ে কী যেন গবেষণা করছে। আর আমি একটা কোড লিখতে লিখতে মোটামুটি বিরক্ত হয়ে বসে আছি।
মাথা নষ্ট, একটা কথাই মাথায় ঘোরে বারবার, এতখানি মুগ্ধতা নিয়ে কী করব বুঝতেসি না।
#IJSO2015