তামান্না, তোমার জন্য

আমি রিকশা দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে একটা ছেলে হাঁটতেসিল। ছেলেটার বয়স বেশি না, এই...এইট নাইনে পড়ে হয়তোবা। চশমা পরা, বেশ বুদ্ধিজীবী-বুদ্ধিজীবী চেহারা। ছেলেটার সাথে সম্ভবত তার মা ছিলো ওটা। বেশ চমৎকার একটা দৃশ্য, খালি একটাই সমস্যা। ছেলেটার দুই হাতের কোনোটাই নাই। নাই বলতে, একেবারেই নাই, ঘাড় থেকেই দুই হাত নাই। আমি ক্যান যেন সেইটা দেখে বড় ধরনের একটা ধাক্কা খাইলাম। অনেকদিন আগের কথা...কিন্তু আমি এখনো ব্যাপারটা ঠিক নিতে পারি না...। মানে, ক্যামনে পসিবল...ছেলেটার প্রায় প্রত্যেকটা কাজ কাউকে করে দেয়া লাগবে...খাওয়ায় দেয়া লাগবে, জামা পরায় দেয়া লাগবে...এখন হিসাব করি, ছেলেটা যদি ৬০ বছর বাঁচে, ৬০টা বছরই সে এ্যামনে কাটাবে?? সে কখনো কোনো বন্ধুর কাঁধে হাত রেখে হাঁটবে না?? খেপে গেলে হাত দিয়ে টেবিলে থাবড়া দিবে না?? গিটার বাজানোর শখ হলে গিটার ধরতে পারবে না??

আমাদের দুঃখগুলো আসলে নিতান্তই ছোট। অমুক ছেলেটা বা অমুক মেয়েটা আমার সাথে বিট্রে করসে। এই নিয়ে দুঃখ। রেজাল্ট খারাপ হইসে, বাসায় আম্মা ফায়ার হয়ে গেসে। এই নিয়ে দুঃখ। ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছি না। এই নিয়ে দুঃখ। এইসব আসলে কিচ্ছু না....নাথিং ম্যান, নাথিং....বহুত আনন্দেই আছি....বৃষ্টির আগে ঝোড়ো বাতাসটা দিলে দুই হাত দুই দিকে ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি অন্তত....বেঁচে থাকতে খুব বেশি কিছু লাগে না...