সাকরাইন
হয়তো কোনোকিছুই আশ্চর্যের না। তবু সবকিছু ম্যাজিকাল। এবং শান্তা যখন ভিক্টোরিয়া পার্কের সামনে দাঁড়ায়ে শেষ বিকালের আকাশের দিকে তাকায়ে থাকে, তখনও সে তার সংকটের ব্যাপারটা অনুমান করতে পারে নাই। তবু তার মধ্যে কেমন একটা ভাব জন্ম নেয়, সে কেমন একটু বিভ্রান্ত বোধ করে, কেননা সন্ধ্যা নামার আগে আগে পূর্ব আকাশটারে সে কালো হয়ে আসতে দেখে। একটা ঠাণ্ডা বাতাস তারে কাঁপায়ে দিয়ে যায়, এবং তার একবার মনে হয় এই বাতাসটা বুঝি কালবৈশাখীর! কিন্তু পরমুহূর্তেই তারে ঝড়ের লোভটা সংবরণ করা লাগে, কেননা জানুয়ারি মাসে এই শহরে অতীতে কবে কালবৈশাখী দেখা গেছে—সেই কথা কেউ স্মরণ করতে পারে না। সুতরাং ঠাণ্ডা বাতাসটা শীতের, কিন্তু তবু এই শালার আকাশ সন্ধ্যার আগে এমন করে কালো হয়ে আসে, একটা হিম হিম বাতাস চারদিকে এমন বাইরাবাইরি করে, মানুষগুলো এমন করে লক্ষ্মীবাজারের দিকে হনহনায়ে হাঁইট্টা যায়—শান্তার স্পষ্ট মনে হয়, আইজকা ঝড় আইতাসে, আইজকা ঝড় আয়া পড়লোগা! এরপরেও, এই নিয়ে কি তাকে, কিংবা কাউকেই কি আদৌ দোষ দেয়া যায়? কেননা জানুয়ারিতে জুন এবং জুনে জানুয়ারিকে স্মরণ করার অবধারিত নিয়তি থেকে বেরুবার ক্ষমতা তো তাদের দেয়া হয় নাই, ফল...